November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 15th, 2022, 7:54 pm

বড় পর্দায় সুষমা সরকার

অনলাইন ডেস্ক :

সুষমা সরকারকে সাধারণত নাটকে অভিনয়েই বেশি দেখা যায়। তবে যে ক’টি সিনেমাতে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটিতেই তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। সিনেমায় তার নতুন খবর হলো ব্রিটিশ বাংলাদেশী পরিচালক সাদিক খানের নতুন সিনেমা ‘অ্যা ব্লেসড ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে এ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান খান, ইরফান সাজ্জাদ ও আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে সুষমা সরকার বলেন, অ্যা ব্লেসড ম্যান’ মূলত শহরে রূপকথার গল্পের সিনেমা। এরইমধ্যে সিনেমাটির প্রি-পোডাকশনের কাজ শেষ হয়েছে। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। যে কারণে আমি নিজেও সিনেমাটিতে অভিনয়ের আগে বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আমি খুব উচ্ছ্বসিত এই সিনেমাটিতে কাজ করা নিয়ে। কারণ আমার বিশ্বাস এই সিনেমাটি বাংলা সিনেমার দর্শকের জন্য নতুন কোন ইতিবাচক বার্তা নিয়ে আসবে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই সিনেমার পুরো টিমের কাছে আমাকে চূড়ান্তভাবে মনোনীত করার জন্য। আমি আমার মেধার সবটুকু দিয়ে মন দিয়ে কাজটা করার জন্য প্রস্তুত।’ তিনি জানান, এই মূহুর্তে বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজ করা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নাটকগুলো হচ্ছে নজরুল ইসলাম রাজুর ‘এ এমন পরিচয়’ (জি-ফাইভের জন্য), রাফাত মজুমদার রিংকুর ‘জয়েন্ট ফ্যামিলি’, সকাল আহমেদ’র ‘সাদা সিধে ছোট ভাই’ ইত্যাদি। এছাড়াও বিটিভিতে কাজী রশীদুল হক পাশা’র রচনায় ‘দশে দশ’ নাটকেও অভিনয় করছেন তিনি।
মুক্তির অপেক্ষায় আছে সুষমা সরকার অভিনীত নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, রাজীব আহমেদ’র ‘উড়াল’, ফজলুল তুহিনের ‘গাঙকুমারী’। সুষমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘ডুব সাঁতার’, ‘বাদশা’, ‘ভুবন মাঝি’, ‘দহন’,‘ সাপলুডু’, ‘গোর’ ,‘ নবাব এলএলবি’। সুষমা অভিনীত প্রথম নাটক ছিলো ‘সাদা মেঘের বৃষ্টি’। নাটকটি রচিত ছিলো মাসুম রেজার এবং নির্দেশনায় ছিলো গিয়াস উদ্দিন সেলিম। ‘দেশ নাটক’র সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত সুষমা। মে অভিনীত তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘জনমে জন্মান্তর’, ‘নিত্য পুরাণ’,‘জলবাসর’। মাসুম রেজা রচিত ও পরিচালিত ‘জলবাসর’ নাটকের মঞ্চায়ন হবে আগামী ১৭ ফেব্রূয়ারি। সুষমা অভিনয় করবেন এ নাটকের মঞ্চায়নে।