অনলাইন ডেস্ক :
শুরুতে আবাহনী লিমিটেড লক্ষ্যভেদ করে এগিয়ে গিয়েছিল। তাদের জয়ের পথে বাধা হতে প্রথমার্ধে গোলও শোধ দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। ম্যাচটা জমে উঠে শেষের ১৮ মিনিটে। এই সময়ে চার গোল করে চট্টগ্রাম আবাহনীকে বড় হারের লজ্জা দিয়েছে মারিও লেমসের শিষ্যরা। এলিটা কিংসলে-দানিয়েল কলিনদ্রেস-মেরাজ হোসেন-নাবীব নেওয়াজ জীবনের নৈপুণ্যে আবাহনী লিমিটেড ৫-১ গোলে চট্টগ্রামের দলটিকে হারিয়েছে। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী লিমিটেডের হয়ে জোড়া গোল করেছেন এলিটা কিংসলে। একটি করে লক্ষ্যভেদ করেন মেরাজ, কলিনদ্রেস ও জীবন। ম্যাচ ঘড়ির ১১ মিনিটে এগিয়ে যায় আবাহনী লিমিটেড। মেরাজ হোসেনের পাসে জায়গা করে নিয়ে এলিটা কিংসলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপিয়েছেন। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে ওজুকু জোরালো শটে সমতা ফেরান চট্টগ্রাম আবাহনীকে। গোলকিপার শহিদুল আলম সোহেল বলের দিকে ঝাঁপিয়েও কিছু করতে পারেননি। বিরতির পর আবাহনী চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারছিল না। শেষ ১৮ মিনিটে আক্রমণে ধার বাড়ানোতেই সাফল্য মেলে। এই সময়ে এসেছে আরও চারটি গোল। ৭২ মিনিটে কলিনদ্রেসের পাসে দলকে এগিয়ে দেন মেরাজ হোসেন। ৫ মিনিট পর কিংসলে দারুণ শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে চট্টগ্রামের দলকে আরও ব্যাকফুটে ঠেলে দেন। দুই মিনিট পর কলিনদ্রেস নিজেই গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়ক ভূমিকা রেখেছেন। মধ্যমাঠ থেকে লং পাস পেয়ে বাঁ দিক থেকে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে চতুর্থ গোল করেন ২০১৮ বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড। ৮৯ মিনিটে পিটার এনরোচের ক্রসে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাবীব নেওয়াজ জীবন। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে রাকিব হোসেনের মাপা ক্রসে ৬ গজের সামনে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা দোরিয়েল্তন বাইসাইকেল কিকে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৫৯ মিনিটের একমাত্র গোলে নবাগত উত্তরা এফসিকে হারিয়ে প্রথম জয় পেয়েছে। আবাহনী লিমিটেড ৫ ম্যাচে তৃতীয় জয়ে ১১ পয়েন্ট পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়নরা সমান ম্যাচে সবগুলো জিতে ১৫ পয়েন্ট ঝুলিতে জমা করেছে। চট্টগ্রাম আবাহনী চার ম্যাচে আগের ২ পয়েন্ট, মুক্তিযোদ্ধা ৫ ম্যাচে প্রথম জয়ে তিন পয়েন্ট ও উত্তরা এফসি চার ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে আছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা