অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। শীতকালে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ও ৫০ বছর বা তার বেশি বয়সী লোকদের বুস্টার ডোজ নিতে অনুরোধ জানাতে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে দেশটি।
এখন অবধি,আমেরিকানরা বিভ্রান্তির মধ্যে ছিলো যে, বয়স ও স্বাস্থ্য অনুযায়ী কারা টিকা পাবে, এবং কোন টিকাটি দেয়া হবে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) বিষয়টিকে সহজ করার জন্য ফাইজার ও মডার্না বুস্টারগুলোতে পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
নতুন নিয়মের অধীনে, ১৮ বা তার বেশি বয়সী যে কেউ তাদের ফাইজার ও মডার্নার শেষ ডোজের ছয় মাস পরে বুস্টার ডোজ নিতে পারেন। এছাড়া যারা একক ডোজ জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন পেয়েছে তাদের জন্য অপেক্ষা ছিল দুই মাস। এবং লোকেরা যেকোন কোম্পানির বুস্টার মিক্স-এন্ড-ম্যাচ করতে পারবেন বলে জানিয়েছে এফডিএ।
এফডিএ ভ্যাকসিন প্রধান ড. পিটার মার্কস দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, আমরা উচ্চস্বরে এবং স্পষ্ট শুনেছি যে লোকেদের সহজ কিছু দরকার এবং আমি মনে করি এটা সহজ।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২