নিজস্ব প্রতিবেদক:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ চলাকালীন নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেন একজন দর্শক। সেই দর্শক একজন মুস্তাফিজ-ভক্ত। মাঠে প্রবেশ করে দৌঁড়ে গিয়ে মুস্তাফিজের পায়ে ধরে বসেন ওই দর্শক। অবশ্য মাঠে প্রবেশ করার সময় তাকে ধরতে পারেননি নিরাপত্তী কর্মীর কেউ। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো-বাবোল ভেঙে গেছে। পাকিস্তান চাইলে এই খেলা এখানেই বন্ধ হতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই। অতি উৎসাহী ওই দর্শককে পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। মুস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিজের বদলে ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা