April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:46 pm

ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়তে চান শুভেন্দু

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের প্রার্থীতা চূড়ান্ত হলেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পরই আলোচনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দল চাইলে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর আগে নন্দীগ্রামে পরাজিত হয়েও ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। পদটিতে থাকতে ছয়মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে তাকে। সেই লক্ষ্যে চলতি মাসের ৩০ তারিখ ভবানীপুরের উপনির্বাচনে লড়বেন তিনি। এদিকে,ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর বিভ্রান্তি বেড়েছে বিরোধী দল বিজেপিতে। আইনি পথে নির্বাচন ঠেকানো নাকি উপনির্বাচনে অংশগ্রহণ করবে তা নিয়ে দলের মধ্যে চলছে সংশয়। দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা পরিস্থিতিতে নির্বাচনের বিরুদ্ধে আইনি পরামর্শ নেয়ার কথা জানালেও মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে যাবে না।