অনলাইন ডেস্ক :
পারিবারিক কারণে ছুটি নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন না রঙ্গনা হেরাথ। গত শনিবার ম্যাথুস-চান্দিমালদের সঙ্গেই কলম্বো ফিরে যেতে পারতেন বাংলাদেশের স্পিন কোচ। কিন্তু ছুটিতে স্বদেশে ফেরার আগে বিসিবি তাকে দিয়েছে বিশেষ অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের জন্য ভবিষ্যতের স্পিনার খোঁজার কাজে চার দিনের ক্যাম্প পরিচালনা করছেন হেরাথ। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের আয়োজনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩২ স্পিনারকে নিয়ে হেরাথের চার দিনব্যাপী বিশেষ ক্যাম্প গত রোববার শুরু হয়েছে। এখনই সাকিব-তাইজুলদের মানের কাউকে খুঁজে পাননি এই লঙ্কান কোচ। তবে মানসম্পন্ন স্পিনারের ভা-ার বাড়ানোর প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। এই তো শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বিশেষজ্ঞ অফ স্পিনার পায়নি বাংলাদেশ। মিরাজ ইনজুরিতে ছিলেন, চট্টগ্রাম টেস্টে নাঈম হাসানও ইনজুরিতে পড়েন। পরে মোসাদ্দেককে অফ স্পিনারের ভূমিকায় কাজে লাগানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ক্যাম্পে প্রথম দিনের কাজ শেষে সাকিবদের মতো কাউকে খুঁজে পাওয়া গেল কি না, জানতে চাইলে গত রোববার হেরাথ বলেন, ‘না, এখনো পর্যন্ত না। আমরা চেষ্টা করছি, তাদের প্রোফাইল এবং ভিডিও দেখার। আশা করছি, আমরা সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে পাব। সবাই বেশ ভালো, আশা করছি, আমরা কিছু ভালো বিকল্প খুঁজে পাব আগামী কয়েক দিনে।’ মূলত ঘরোয়া ক্রিকেটে খেলা স্পিনার ও উঠতি স্পিনারদের চিহ্নিত করা এবং তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়াই ক্যাম্পের উদ্দেশ্য। স্পিন আক্রমণের জন্য বিকল্প গড়তেই হবে বাংলাদেশকে। হেরাথ বলেছেন, ‘যদি বাড়তি স্পিনার বিকল্প হিসেবে থাকে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুবিধা হবে। উদাহরণ স্বরুপ, নাঈম ইনজুরিতে পড়ল এবং এখানে ভালো কোনো অফ স্পিনার আর নেই। আমাদের উচিত স্পিনারদের একটা তালিকা রাখা এবং তাদেরকে সেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।’ স্পিনার খোঁজার ক্ষেত্রে টার্ন করাতে পারেন, এমন প্রতিভার দিকেই নজর হেরাথের। টাইগারদের স্পিন কোচ বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, স্পিনার হিসেবে আপনাকে বল টার্ন করাতে হবে। অবশ্যই আপনাকে লাইন লেম্হ বজায় রাখতে হবে। টেস্ট ক্রিকেট সবসময় আপনার স্কিলের পরীক্ষা নিবে। এটা শারীরিক, মানসিক বা ট্যাকটিক্যালি হতে পারে। আপনি দ্রুত ফলাফল আশা করতে পারেন না। আমাদের অনেক স্পিনারের সঙ্গে কাজ করা উচিত এবং এজন্যই আমরা এখানে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা