November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:33 pm

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলেছিল ২৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল মাত্র ৫৩ রানে আটকে যায়! বাংলাদেশের যুবারা জয় পায় ১৮১ রানের বড় ব্যবধানে। বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজ ৪০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ৪ ম্যাচে ২২৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা প্রান্তিক ২৫ বলে খেলেন ২৮ রানের ইনিংস। আর ইফতেখার আউট হন ৩৫ বলে ১৭ রান করে। এরপর আইচ মোল্লার ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। ৯১ বলে ১ চার এবং ২ ছক্কায় ৯৩ রানের ইনিংস উপহার দেন আইচ। তার দারুণ ব্যাটিংয়ের মাঝেই অবশ্য ৪ উইকেটের পতন হয়। এরপর অষ্টম উইকেটে আশিকুর জামানের সঙ্গে আইচের জুটিতে আসে ৯৪ রান। ৫৮ বলে ৫০ রানের ইনিংসে আশিকুর মারেন ৫টি চার ও ২টি ছক্কা। ২ বল বাকি থাকতেই বাংলাদেশ ২৩৪ রানে অল-আউট হয়। জবাবে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারনি ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ৬ ওভারের মাঝেই নেই হয়ে যায় ৩ উইকেট। স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! ১৫ রানে পতন হয় ৪র্থ উইকেটের। পঞ্চম উইকেটে উদয় শরন ও কৌশল তাম্বে যোগ করেছিলেন ৩৩ রান। পরের ৬ উইকেট পড়ে যায় ৫ রানের মধ্যে! ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত। নাইমুর রহমান ১৬ রানে নেন ৪ উইকেট।