ভারতের পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলার সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসে প্রায় ৫০ জনের মতো লোক একটি বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন।
বুধবার সকালে রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার স্থানীয় গণমাধ্যম বলেন, ‘পাউরি গাড়োয়ালে বাস দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এবং রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনী আহত ২১ জনকে উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করেছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে ‘হৃদয়বিদারক’ এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটে বলেন, ‘উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আমি আশা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে।’
দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২