September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 22nd, 2022, 7:56 pm

ভারতের চার সিনেমা অস্কারের দৌড়ে

অনলাইন ডেস্ক :

অস্কার মার্চে অনুষ্ঠিত হলেও নতুন বছরের ২৪ জানুয়ারি নমিনেশনের অফিসিয়াল ঘোষণা হতে যাচ্ছে। তাই ছবি বাছাই করে নমিনেশন দিতে ব্যস্ত সময় পার করছে জুরি সদস্যরা। অস্কারের মঞ্চে অন্য ছবিগুলোর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছে পরিচালক পাল নলিনের ‘ছেল্লো শো’ ২০২৩ সালের অস্কার পুরস্কারের আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে। ভারতীয় সিনেমার সেলুলয়েড থেকে ডিজিটালে আসার পথই এই ছবির বিষয়বস্তু। ছবির মুখ্য চরিত্র ৯ বছরের এক বালক, যার জীবন পুরোপুরি বদলে যায় প্রথমবার সিনেমা দেখার পর। মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে হিট করে আরআরআর সিনেমাটি। ভারতীয় এ সিনেমাটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রীসহ নানা বিভাগের জন্য আবেদন জমা দেওয়া হলেও এসএস রাজামৌলির এ ছবি অস্কারে নমিনেশন পেয়েছে ‘বেস্ট সং’ বিভাগে নাটু নাটু গানটির জন্য। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। সিনেমাটিতে আরও দেখা যায়, আলিয়া ভাট এবং অজয় দেবগানকে। বাঙালি পরিচালক শৌনক সেনের ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’ও এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। দিল্লির প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা এরইমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মান ও পুরস্কার জিতেছে। বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর ঋষভ শেট্টির ছবি ‘কানতারা’ এবার অস্কারের দৌড়েও শামিল হবে। দক্ষিণী এ সিনেমাটি সহ ভারতীয় এসব সিনেমা অস্কারের মঞ্চে সেরার লড়াইয়ে পুরস্কার জিতলে ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে এবারের অস্কার। সূত্র: হিন্দুস্তান টাইমস