ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান বাহিনী ঘাঁটিতে বৈঠক করেন তিনি।
বিতর্কিত সরকারি চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর পদত্যাগ করলেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা।
শেখ হাসিনা পরে লন্ডন যাবেন এবং সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় চাইবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে আরও জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে রাখা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে মোদির কোনো বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম