সিনহুয়া, ভারত :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম অল ইন্ডিয়া রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ২২৯ কিলোমিটার পশ্চিমে জিরিবাম জেলার নুংচাপ্পি গ্রামে শনিবার ঘুমন্ত অবস্থায় এক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।
পরে নুংচেপি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়।
এর আগে শুক্রবার বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে বোমা বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হন।
শুক্রবার রাতে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হয়ে মণিপুর রাইফেলসের পৃথক দুটি ব্যাটালিয়ন ঘেরাও করে অস্ত্র ও গোলাবারুদ লুটের চেষ্টা করে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সরকারি বাহিনী।
সুবিধাবঞ্চিত আর্থ-সামাজিক গোষ্ঠীগুলোর শিক্ষা ও সরকারি চাকরির জন্য যে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হয়, সে তালিকায় অ-উপজাতি মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত বছরের ৩ মে থেকে মণিপুরে বড় আকারের সহিংসতা শুরু হয়।
এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি নিহত এবং ১,১০০ জনেরও বেশি আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ।
এছাড়াও সহিংসতার মধ্যে রাজ্যের বিভিন্ন থানা ও পুলিশের থেকে পাঁচ হাজারের বেশি অস্ত্র লুট হয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২