সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রত্নতত্ত্ববিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হককে ‘পদ্ম পুরস্কার’ প্রদান করেছে ভারত সরকার।
সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এ পুরস্কার প্রদান করেন এবং সৈয়দ মোয়াজ্জেম আলীর পক্ষে তার স্ত্রী তূহফা জামান এ পুরস্কার গ্রহণ করেন।
ভারতে নিযুক্ত সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পাবলিক অ্যাফেয়ার্স’ এর জন্য মরণোত্তর হিসেবে ‘পদ্ম ভূষণ’ পুরস্কার লাভ করেন। এছাড়া প্রত্নতত্ত্ববিদ্যার জন্য ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন ভারতীয় প্রেসিডেন্ট।
পদ্ম ভূষণ ও পদ্মশ্রী যথাক্রমে ভারতের তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
সোমবারের অনুষ্ঠানে ভারতীয় ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।
এক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যারা এ পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানান।
করোনার কারণে বিলম্বিত হওয়া এই অনুষ্ঠানে আরও ১১৫ জনের বেশি গুণী ব্যক্তিত্বকে এ পুরস্কার প্রদান করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২