November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:43 pm

ভারতের হয়ে খেলতে পারাটাই উমরানের কাছে বিশাল ব্যাপার

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলের পঞ্চদশ আসরে গতির ঝড় তুলে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন উমরান মালিক। যুদ্ধবিধ্বস্ত কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার সুযোগ পেয়ে যান জাতীয় দলেও। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে তার যে অভিষেক হতে যাচ্ছে―এটা মোটামুটি নিশ্চিত ছিল। গতকাল প্রথম টি-টোয়েন্টিতে তার অভিষেকও হয়ে গেছে। এক ওভার বল করে আহামরি কিছু দেখাতে পারেননি। তবে উমরানকে আরো সময় দেওয়ার পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারতের ৭ উইকেটে জয় পাওয়া ম্যাচটি বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসে। ষষ্ঠ ওভারে ১৪৮ কিলোমিটার গতিতে দেশের হয়ে প্রথম বলটি করেন উমরান। পরে আর গতি ধরে রাখতে পারেননি। ওই ওভারে একটি করে চার-ছক্কা খেয়ে ১১ রান দেওয়ার পর আর বোলিংও পাননি। ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘সে যে পথ পেরিয়ে এসেছে…এমন বোলারদের সময় দেওয়া জরুরি। আজকের দিন তার ভালো গেল কী খারাপ, সেটি অপ্রাসঙ্গিক। ‘ক্রিকেটে অনেক পিছিয়ে থাকা কাশ্মীর থেকে উঠে এসেছেন ফল বিক্রেতা বাবার ছেলে উমরান। তাকে নিয়ে হার্দিক আরো বলেন, ‘উমরানের জন্য ভারতের হয়ে খেলতে পারাই বিশাল ব্যাপার এবং তার এই দিকটি নিয়ে আমি দারুণ খুশি। মাঠে ভালো দিন হোক বা খারাপ, সমস্যা নেই। এখান থেকে সে যত ম্যাচ খেলবে ততই উন্নতি করবে। তার জন্য ভারতের হয়ে খেলা অনেক বড় ব্যাপার, যে কারো জন্যই এটা বড় কিছু। আমি চাই, এই উপলক্ষ সে উপভোগ করুক। কারণ এই দিনটি প্রতিদিন আসে না, অভিষেক জীবনে একবারই হয়। ‘