ভারতে ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনার এ নতুন ধরনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। সোমবার দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার এ নতুন ধরনের বিস্তার রোধের চেষ্টার মধ্যেই দেশটিতে গত চার দিনে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে বৃস্পতিবার দেশটির কর্ণাটক প্রদেশে প্রথম দুজনের দেহে এ ধরন শনাক্ত হয়।
এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রবিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় জয়পুর শহরে ৯ জন, পুনেতে সাতজন এবং রাজধানী দিল্লিতে তানজানিয়া ফেরত ৩৭ বছর বয়সী সম্পূর্ণ টিকা নেয়া এক ব্যক্তির এ ধরন শনাক্ত হয়।’
ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।
এদিকে ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার ২৪ ঘণ্টায় ভারতে আট হাজার ৩০৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৫৬১ জনে।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২