November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 8:55 pm

ভারতে করোনার নতুন ধরন এক্সই শনাক্ত

ফাইল ছবি

ভারতে প্রথমবারের মতো করোনার নতুন ধরন এক্সই শনাক্ত হয়েছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক নারীর শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়।
এক বিবৃতিতে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানায়, ওই নারী করোনার সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। তার শরীরে এখন পর্যন্ত করোনার মারাত্মক উপসর্গ দেখা যায়নি।
এছাড়া করোনার কাপ্পা ধরনও একজনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন।
মিউনিসিপ্যাল করপোরেশন জানায়, শহর থেকে ২৩০ জনের বেশি করোনা রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর পরে এই দুটি ধরন শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এক্সই ধরন করোনাভাইরাসের অন্য যে কোনো ধরনের চেয়ে বেশি সংক্রমক। এই ধরনটি জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয়।

—ইউএনবি