November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 7:30 pm

ভারতে জি, সনি একীভূত হয়ে গড়ছে বিরাট নেওয়ার্ক

অনলাইন ডেস্ক :

ভারতের বাজারে নেটফ্লিক্স আর ডিজনির সঙ্গে পাল্লা দিতে ‘জি এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে একীভূত হচ্ছে সনি পিকচার্সের ভারতীয় ইউনিট, যার মধ্য দিয়ে গঠিত হচ্ছে বিরাট এক টিভি নেটওয়ার্ক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জি এন্টারটেইনমেন্টের পরিচালনা পর্ষদ এই মার্জার চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে তারা বিষয়টি জানিয়েও দিয়েছে। এই চুক্তির ফলে এতদিনের প্রতিদ্বন্দ্বি দুই কোম্পানির নেটওয়ার্ক, টেলিভিশন চ্যানেল, ফিল্ম অ্যাসেট, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, প্রোডাকশন অপারেশন্স এবং প্রোগ্রামের সংগ্রহশালা একীভূত হয়ে যাবে। তাতে ভারতের অন্যতম বৃহৎ বিনোদন নেটওয়ার্কে পরিণত হবে এই একীভূত কোম্পানি। একীভূত কোম্পানির ৫০.৮৬ শতাংশের মালিকানা থাকবে ‘সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার’ হাতে। ৪৫.১৫ শতাংশের মালিকানা ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস’ এর হাতে থাকবে। আর বাকি ৩.৯৯ শতাংশ পাবেন জি এন্টারটেইনমেন্টের উদ্যোক্তারা। তারা পুঁজিবাজারে তালিকাভূক্ত হবে একীভূত কোম্পানি হিসেবে। জি এন্টারটেইনমেন্টের প্রধান পুনিত গোয়েঙ্কাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পদে থাকবেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের বাজারে এখনও কেবল টিভির প্রাধান্য থাকলেও নেটফ্লিক্স, অ্যামাজনের প্রাইম ভিডিও এবং ডিজনির হটস্টার আসার পর গত কয়েক বছরে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। একীভূত হওয়ার ফলে সনি-জি জোটের হাতে থাকবে সংবাদ, বিনোদন, খেলা, সিনেমা মিলিয়ে প্রায় ৭৫টি টিভি চ্যানেল আর জি ফাইভ ও সনি লাইভের মত স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তাতে ডিজনির স্টার নেটওয়ার্কের পর ভারতের বিনোদন বাজারে সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠবে এই জোট। চুক্তি শেষে সনি পিকচার্সের হাতে যাবে নগদ দেড় বিলিয়ন ডলার। রয়টার্স লিখেছে, পুনিত গোয়েঙ্কাকে জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে ব্যবস্থাপনায় রদবদলের জন্য চাপ দিয়ে আসছিলেন শীর্ষ বিনিয়োগকারীরা। এখন সেই জটিলতা কাটবে বলে ধারণা করা হচ্ছে। একীভূত কোম্পানির পর্ষদে বেশিরভাগ পরিচালক আসবে সনির পক্ষ থেকে। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার বর্তমান সিইও এনপি সিং সনি পিকচার্স ইনডিয়ার চেয়ারম্যান হিসেবে থাকবেন সেই পর্ষদে। দুই কোম্পানির একীভূত হওয়ার খবরে জির শেয়ারের দাম বেড়েছে ভারতের পুঁজিবাজারে।