April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 8:13 pm

ভারতে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের বিহার রাজ্যের আট জেলায় গেল ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলে আজ বুধবার ও বৃহস্পতিবার আরও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।এমন পরিস্থিতিতে জনসাধারণকে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। প্রতি বছর বর্ষার মৌসুমে ভারতে বজ্রপাতে শত শত মানুষের প্রাণহানি হয়। দেশটিতে বজ্রপাতে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ভারতে বাড়ির বাইরে কাজ করা মানুষের সংখ্যা বেশি। এদিকে বজ্রপাতে প্রাণহানির ঘটনায় প্রতি পরিবারকে ৪০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। মঙ্গলবার ঘোষণা দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত সপ্তাহে একটি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। এ সময় রাজ্যের কর্মকর্তাদের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করার পরামর্শ দেন তিনি। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে বিহারে ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বজ্রপাতের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেরোলজির সংগৃহীত স্যাটেলাইট চিত্র অনুসারে, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে ভারতে বজ্রপাতের ঘটনা ‘দ্রুত বেড়েছে’।অলাভজনক সংগঠন ক্লাইমেট রেজিলিয়েন্ট অবজারভিং সিস্টেমস প্রমোশন কাউন্সিলের তথ্য বলছে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ভারতে ১ কোটি ৮০ লাখের বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের এ সংখ্যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।