April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 8th, 2023, 8:19 pm

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত ৩

অনলাইন ডেস্ক :

ভারতের রাজস্থানের হনুমানগড় জেলায় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন নারী। তবে বিমানের পাইলট নিরাপদে আছেন বলেও জানা গেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ধ্রুব মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পর ধ্রুব হেলিকপ্টার নিষিদ্ধ করা হয়।

আর এই ঘটনার পরপরই বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এর আগে গত বছরের জুলাইয়ে রাজস্থানের বারমেধে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের এই যুদ্ধবিমানটি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর এই বিশ্বস্ত ফাইটার জেটের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ কারণে ভারত সরকার ধীরে ধীরে এসব বিমানের ব্যবহার কমানোর চেষ্টা করছে।