April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 31st, 2023, 7:40 pm

ভারতে মন্দিরে কূপ ঢেকে রাখার কাঠামো ভেঙে নিহত ৩৫

এপি, নয়াদিল্লি :

দেবতা রামের জন্য একটি উৎসবে প্রার্থনা করার সময় একটি কূপের ওপর ঢেকে রাখার কাঠামো ভেঙে পড়ার পরে সেনাবাহিনীর সদস্য ও অন্যান্যরা ৩৫টি লাশ উদ্ধার করেছে।

শুক্রবার রাজ্য সরকারের এক আধিকারিক একথা জানিয়েছেন।

প্রায় ১৪০ জন উদ্ধারকর্মী দড়ি ও মই ব্যবহার করে কূপ থেকে পানি বের করে লাশগুলো উদ্ধার করে। কূপের সংকীর্ণ পথ ও ধ্বংসাবশেষ কাজটিকে কঠিন করে তুলেছিল।

পুলিশ কমিশনার মকরন্দ দেওস্কর জানান, মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে মন্দির কমপ্লেক্সের একটি কূপে বৃহস্পতিবার কাঠামো ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে ঢেকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরে আগুন আচার এবং হিন্দু উৎসব উদযাপনের জন্য ভক্তদের বড় আকারের ভিড় ছিল।

রাজ্যের শীর্ষ নির্বাচিত কর্মকর্তা শিবরাজ সিং চৌহান বলেন, কাঠামোটি বিশাল জনতার ওজন সামলাতে না পেরে দৃশ্যত ধসে পড়ে। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার জেলা প্রশাসক ইলিয়ারাজা টি. বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩৫টি লাশ উদ্ধার করেছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’ বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল অভিযানে যোগ দেয়।

চৌহান বলেন, ১৮ জনকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ কয়েক বছর আগে কূপটি ব্যবহার বন্ধ করে দিয়েছিল এবং এটি একটি কাঠামো দিয়ে ঢেকে দিয়েছিল।