November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 24th, 2024, 8:54 pm

ভারতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯

ভারতের পশ্চিমাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৬৪ জন।

শুক্রবার (২৪ মে) মহারাষ্ট্র রাজ্যের থানে জেলাযর একটি কারখানায় এই আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

নিখোঁজদের উদ্ধারে ধ্বংসাবশেষের মধ্যে ব্যাপক তল্লাশি চালাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা।

প্রশাসনিক কর্মকর্তা শচীন শেজাল জানান, বৃহস্পতিবার কারখানার বয়লারে বিস্ফোরণের ফলে মহারাষ্ট্র রাজ্যের থানে জেলায় কারখানার বয়লার বিস্ফোরণে আশপাশের কারখানা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

সেজাল বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে আরও দুটি মৃতদেহ খুঁজে পেতে অনুসন্ধান চালাচ্ছে। যদিও ধ্বংসাবশেষের পরিমাণ অতিরিক্ত হওয়ার কারণে অনুসন্ধান বাধাগ্রস্ত হচ্ছে।

সেজাল বলেন, এখন পর্যন্ত দুটি লাশ শনাক্ত করা গেছে এবং সাতটি বেশি পুড়ে যাওয়ার কারণে তাদের চেনা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা জমা দিতে বলেছি। যা লাশগুলো শনাক্তে আমাদের সহায়তা করতে পারে।’

বিস্ফোরণের পর ওই এলাকায় ধূসর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই প্রশাসনিক কর্মকর্তা।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স জানিয়েছে, কারখানাটিতে খাবারের রং উৎপাদন করা হতো। এতে খুবই প্রতিক্রিয়াশীল রাসায়নিক ব্যবহার করার কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

সেজাল বলেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে তীব্র কম্পনের কারণে আশপাশের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের বাড়ির কাচের জানালা ভেঙে গেছে।

এদিকে দিল্লির কার্নিভাল রিসোর্টে আরেকটি আগুনের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে।

শুক্রবার দিল্লির আলিপুর এলাকায় কার্নিভাল রিসোর্টে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে দমকল কর্মকর্তারা।

—–ইউএনবি