অনলাইন ডেস্ক :
অনেক দিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল। উন্নত চিকিৎসার জন্য জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন সুস্থ আছেন তিনি। রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। তার বেশিরভাগ টিউমার অপসারণ করা হয়েছে। তাকে মঙ্গলবার আইসিইউ থেকে রুমে স্থানান্তর করা হচ্ছে। আশা করছি, সুস্থ হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে। তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। প্রোটন থেরাপির ৬টি চক্র প্রয়োজন যা অস্ত্রোপচারের তিন সপ্তাহ পরে শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে। ইনশাআল্লাহ।’ প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বেড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতেও ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা