March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 14th, 2021, 12:49 pm

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু প্রায় চার হাজার

অনলাইন ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর মধ্যদিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনে পৌঁছেছে। আর মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে।

এরআগে শনিবার দেশটিতে আরও ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয় করোনায়। এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন।

সম্প্রতি সংক্রমণ কিছুটা কমতেই কমেছিল দৈনিক মৃত্যু। আড়াই হাজারের নিচেও নেমেছিল এই সংখ্যা। কিন্তু গত ৫ দিন ধরে মৃত্যু বাড়ছে।

দেশটিতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লাখের নিচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৯৯ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৮৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৯৯ হাজার ৯৭৯ জনের।