অনলাইন ডেস্ক :
রাজনৈতিক শত্রুতার কারণে ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায় না। পাকিস্তানকে নিয়ে তারা কোনো ত্রিদেশীয় সিরিজও খেলেনি। শুধু আইসিসির ইভেন্টগুলোতে দেখা হয় দুই দলের। কয়েক মাস পরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির দুই লাখ টিকিট কয়েক ঘণ্টায় বিক্রি হয়ে গেছে! এই চিরশত্রু দুই দেশকে নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় ক্রিকেটের আরেক শক্তিধর দেশ অস্ট্রেলিয়া। গত জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে নিয়ে চার জাঁতি টুর্নামেন্টের। তবে সেই প্রস্তাব হালে পানি পায়নি। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি প্রায় কাছাকাছি একটা প্রস্তাব করেছেন। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের হকলি বলেছেন, তিনি পাকিস্তান আর ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চান। হকলির ভাষায়, ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ পছন্দ করি। আগেও এমন সিরিজ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আমরা সুযোগ পেলে এই সিরিজের আয়োজক হতে চাই। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানি বংশোদ্ভুতদের অনেক বড় কমিউনিটি আছে। এটা এমন একটা লড়াই, যেটা বিশ্ব ক্রিকেটে সবাই-ই দেখতে চায়। আমরা যদি এই দ্বৈরথ আরও বেশি দেখার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা