November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 20th, 2023, 7:46 pm

ভিয়েতনামের বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

ছবি: পি আই ডি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভিয়েতনামের ব্যবসায়ীদের দেশের ব্যবসা-বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশে ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত নগুইন মান কুওং বঙ্গভবনে তার কাছে পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশও দ্রুত এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে দুই দেশের বন্ধুত্বের মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনাম বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, চামড়া ও সিরামিকসহ বিশ্বমানের পণ্য কিনতে পারে।

প্রেস সচিব বলেন, ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং এখানে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়াতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া ও সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম।

—ইউএনবি