November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 9:19 pm

ভূমিকম্পে কাঁপলো রোমানিয়া

অনলাইন ডেস্ক :

ইউরোপের দেশ রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত মঙ্গলবার এ ভূমিকম্প হয়। ইউরোপীয় ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি) তথ্য নিশ্চিত করেছে। আল-এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রোমানিয়ার ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ড্রোবেটা-টার্নু সেভেরিনে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)। রোমানিয়ায় এমন এক সময়ে ভূমিকম্প হয়েছে যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের হুমকিতে রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এদের অধিকাংশই তুরস্কের বাসিন্দা। দেশটির সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে। ১৩ ফেব্রুয়ারি ভোররাতে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ৩৬ সেকেন্ডের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১৩৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ফৈজাবাদের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এ সময় ফৈজাবাদ ছাড়াও দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।