অনলাইন ডেস্ক :
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম রাজ্য। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ওয়েবসাইট অনুসারে, স্থানীয় সময় সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে গুয়াহাটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পের পর প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। বৃহত্তম শহর গুয়াহাটিসহ রাজ্যের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছিল। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভূটানেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল গুয়াহাটি থেকে ১৮ কিলোমিটার দূরে। উল্লেখ্য, অঞ্চলটি বেশ ভূমিকম্প প্রবণ হওয়ায় সেখানে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে। অন্যদিকে, গতকাল তুরস্ক আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির আফসিন শহরের দক্ষিণ-পশ্চিমে ২৩ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল চার। জানা গেছে, স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। আহত হয় লাখ লাখ মানুষ। ভূমিকম্পের জেরে বিভিন্ন দেশের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। এর আগে শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা ও পর্যটন এলাকা বালিতে প্রবল ভূমিকম্প হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের উপকূলীয় শহর তুবান থেকে ৯৬.৫ কিলোমিটার উত্তরে ও ৫৯৪ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু