November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 19th, 2021, 12:38 pm

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

অনলাইন ডেক্স :

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বুধবার সকালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে।

এর আগে ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বুধবার সকালে নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতত্ত্ববিদ ড. লোকবিজয় অধিকারী বলেন, বুধবার স্থানীয় সময় ৫টা ৪২ মিনিটে লামজং জেলার ভুলভুলিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।