November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 16th, 2023, 8:37 pm

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের ম্যাচ সেরার পুরস্কার উৎস্বর্গ মুজিবের

অনলাইন ডেস্ক :

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর পাওয়া ম্যাচ সেরার পুরস্কার নিজ দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি উৎস্বর্গ করেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ২২ বছর বয়সী মুজিব ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। গত রোববার নয় দিল্লিতে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে আফগানরা। এর আগে রোববার সকালে ৬.৩ মাত্রার ভূমিকম্পে পশ্চিম আফগানিস্তানে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে একই স্থানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে।

মুজিব বলেন, ‘এই জয়টা দেশের মানুষের জন্য, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে এই জয় ও ম্যাচ সেরার পুরস্কার আমি তাদের উদ্দেশ্যে উৎস্বর্গ করলান। গতবারের চ্যাম্পিয়নদের পরাজিত করার আনন্দই আলাদা। এটা আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। বোলার ও ব্যাটারদের জন্য এটা অত্যন্ত চমৎকার সময়।’ ২০১৫ সালে বিশ্বকাপে অভিষেক হবার পর আফগানিস্তান এ পর্যন্ত ১৪টি ম্যাচে পরাজিত হয়েছে, এদিনের ম্যাচসহ জিতেছে মাত্র দুটিতে। ইতোমধ্যেই এবারের আসরে বাংলাদেশের কাছে ৬ উইকেটে ও ভারতের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে আফগানিস্তান।