November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 8:10 pm

ভূমিকম্পে স্ত্রীসহ ‘কুরুলুস উসমান’র অভিনেতার মৃত্যু

অনলাইন ডেস্ক :

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রীর লাজান তাগরিস। জিও নিউজ এ তথ্য জানিয়েছেন তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের। সিরিয়ালটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন জাগদুস জানকায়া। তার স্ত্রী লাজান তাগরিস একজন কণ্ঠশিল্পী ছিলেন। এই অভিনেতার মৃত্যুতে তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্মের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রী লাজান তাগরিসসহ ভূমিকম্পে নিহত সবার মাগফেরাত কামনা করা হয়। জানা গেছে, নিহত অভিনেতা তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’-এ কোনিয়া প্রাসাদের একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন। সিরিজটির গল্পে দেখা গেছে- আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল গাজী নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানি সা¤্রাজ্যের। আর তারই সুপুত্র ওসমান তার বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন এবং তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের উসমানি সা¤্রাজ্য গড়ে তোলেন, সেটাকে উপজীব্য করেই ধারাবাহিকটির গল্প এগোয়। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, কৃতঘœতা, সাহসিকতা এবং আত্মত্যাগের এক অসাধারণ গল্প ‘কুরুলুস উসমান’। উল্লেখ্য, ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে।