অনলাইন ডেস্ক :
লম্বা সময় দাপট দেখাল বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় শেষ পর্যন্ত মাঠে গড়াতেই পারল না ম্যাচ। ভেস্তে গেল নারী ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। হংকংয়ে বুধবার লঙ্কানদের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির বাধায় টস করাও সম্ভব হয়নি। অনেকটা সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা। নারী ইমার্জিং এশিয়া কাপের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারায় লতা মন্ডল, মুর্শিদা খাতুনরা।
২ ম্যাচ শেষে শ্রীলঙ্কার সমান ৩ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে এখন পর্যন্ত গ্রুপ সেরা বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা