ভোটার উপস্থিতি নিয়ে ভাবছেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তার কাজ ভোট আয়োজন করা।
রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি কম না কি বেশি সে বিষয়ে আমি কিছুই জানি না। ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না। আমার কাজ ভোট আয়োজন করা।’
ভোটের বিষয়ে জনগণের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে থাকে তা দূর করতে এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, যতটা পারা যায় ভোটকে দৃশ্যমান করুণ ও স্বচ্ছতা তুলে ধরুন। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।’
ভোট গ্রহণ শুরু হওয়ায় তিনি খুশি।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ