পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ভোমরা বন্দরের সঙ্গে সম্পৃক্ত ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বুধবার থেকে রবিবার পর্যন্ত উভয় দেশের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন বলেন, রবিবার থেকে যথারীতি এ বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। এছাড়া বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
—–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি