April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 7:37 pm

ভোলায় নিউমোনিয়া ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪০০

ভোলায় নিউমোনিয়া এবং অন্যান্য ঠান্ডাজনিত রোগ শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত গত এক মাসে মোট ৪০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে যার মধ্যে ভোলা সদর উপজেলায় তিন এবং চরফ্যাসন উপজেলার এক শিশু মারা গেছে।

শুক্রবার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত এক মাসে জেলায় কমপক্ষে চার শিশু মারা গেছে এবং আরও ৪০০ ও বেশি হাসপাতালে ভর্তি হয়েছে।

ভোলা সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত মৃত চার শিশুর মধ্যে তিন ভোলা সদরে ও ১ জন চরফ্যাসন উপজেলার।

স্বাস্থ্য বিভাগ শিশু মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অতিরিক্ত গরম এবং পরে প্রচুর বৃষ্টিপাতকে দায়ী করেছে।

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে বাধ্য এক একটি বেডে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে শুক্রবার ১০ জন নতুন ভর্তি হয়েছে। বর্তমানে অর্ধ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।

শয্যা স্বল্পতার কারণে জেলার সাত উপজেলার বিভিন্ন হাসপাতালে কিছু রোগীকে স্থানান্তর করা হয়েছে।

ভোলা ২৫০ শয্যার জেনালের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্নায়ে হাবিবা জানান, নিউমোনিয়ায় শিশুরাই বেশি আক্রান্ত হয় এবং আবহাওয়া জনিত কারনে শিশুদের ঠান্ডা জনিত রোগ বাড়তে পারে। চিকিৎসক ও নার্সের সংকট থাকা স্বত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

—ইউএনবি