April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 5th, 2023, 9:16 pm

ভোলায় ২২ কোটি টাকা শুল্ক ফাঁকির ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ

ভোলার মেঘনা নদীতে একটি ফিশিং বোট থেকে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি পিস ও মেডিকেল সামগ্রী উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে স্টাফ অফিসার অপারেশন লে. এম মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

জব্দকরা শাড়ি ও থ্রি পিসের আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে গত ৩ জানুয়ারি সোমবার ভোর ৫ টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক বাংলাদেশে অনুপ্রবেশকারী এফ.বি আবিদ নামে একটি ফিশিংবোট থেকে কোস্টগার্ড এসব উদ্ধার করে।

এসময় বোর্ডটির গতিরোধ করতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা বোটটিকে চরে ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর বোটটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭ হাজার ৮২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি,১৬৬ টি থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি, থ্রি পিস, মেডিকেল আইটেম ও ফিশিংবোট আইনগত ব্যবস্থ গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এর সঙ্গে জড়িত চার ব্যবসায়ীর বিরুদ্ধে ভোলা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি