আগামী তিন বছরে ঢাকা মহানগরী ও এর আশেপাশের এলাকা এবং চট্টগ্রাম শহরে তিন লাখ ভ্যাট সংগ্রহের মেশিন বসানো হবে।
বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড এই মেশিনগুলো সরবরাহ ও স্থাপনের কাজ করবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে সরকারের পক্ষে মূল্য সংযোজন কর(ভ্যাট) সংগ্রহের জন্য জেনেক্স ইনফোসিসকে বিক্রেতা হিসাবে নির্বাচিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক জানান, জেনেক্স ইনফোসিসকে একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে জেনেক্স বিভিন্ন ধরনের খুচরা দোকানে বৈদ্যুতিক কর সংগ্রহ যন্ত্র বা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) এবং সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) বা ভ্যাট সংগ্রহের মেশিন সরবরাহ ও স্থাপন করার তিনটি ভাগেরই চুক্তিতে জিতেছে।
এর আগে গত ৩১ আগস্ট এনবিআরের এই সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বারিক বলেন, বিক্রেতা তার নিজস্ব খরচে মেশিন সরবরাহ ও ইনস্টল করবে এবং বিনিময়ে সংগৃহীত অর্থের শূন্য দশমিক ৫২ থেকে শূন্য দশমিক ৫৩৮ শতাংশ সার্ভিস চার্জ হিসাবে সরকারকে জমা দেয়ার সময় পাবে।
তিনি আরও বলেন, এটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কাজও করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।
এনবিআর কর্মকর্তাদের মতে, সারাদেশে এতগুলো মেশিন পরিচালনা করা সরকারের পক্ষে সম্ভব নয়, সে কারণেই সার্ভিস আউটসোর্সিং করা হচ্ছে।
তবে দুই বছর আগে ইএফডি মেশিন বসানোর কাজ শুরু করা হলেও এর কার্যক্রমে তেমন গতি নেই।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি