November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 7:36 pm

ভয়ঙ্কর সূচি প্রসঙ্গে যা বললেন মঈন

অনলাইন ডেস্ক :

দু’দিন আগেই টি-টোয়েন্টি  বিশ্বকাপের শিরোপা জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন অলরাউন্ডার মঈন আলি। বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতে আগামীকাল বৃহস্পতিবার আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামতে হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটের এমন ঠাসা সূচিকে ‘ভয়ঙ্কর’ বলছেন মঈন। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে ইংল্যান্ড। মঈনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারণে বিশ^কাপের মত বড় টুর্নামেন্টে শিরোপা জয়ের মুর্হূতটা উপভোগ করা যাচ্ছে না। শিরোপা নিয়ে আনন্দে না ভেসে খেলোয়াড়দেরকে নতুন সিরিজের জন্য ঘাম ঝড়াচ্ছেন। গত রোববার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে ইংল্যান্ড। দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিশ্বকাপ জয়ের ৭২ ঘন্টার মধ্যে আবারও মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সূচি নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন মঈন। ৩৫ বছর বয়সী মঈন বলেন, ‘একটি দল হিসেবে আমরা উপভোগ ও উদযাপন করতে চাই। এজন্য সেই সময়টা প্রয়োজন। শিরোপা জিতে অনেক পরিশ্রম করতে হয়েছে। টুর্নামেন্ট যখন চলছিল শুধু তখনই নয়, আগের থেকেই পুরো টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতির বিষয় ছিল।’ তিনি আরও বলেন, ‘তিনদিনের মধ্যে আবার ম্যাচ খেলা, এটা খুবই ভয়ংঙ্কর। ক্রিকেটার হিসেবে এর সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি ঠিকই। কিন্তু প্রতি দুই-তিন দিনে ম্যাচ খেলে সবসময় শতভাগ দেওয়া খুবই কঠিন।’ এর আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের মাত্র ১০ দিন পর লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড। ১৯ দিন পর অ্যাশেজ শুরু করেছিলো ইংলিশরা। ঐ স্মৃতিও বেশ টাটকা মঈনের। তিনি বলেন, ‘এটা বেশ কিছুদিন ধরেই এমন হয়ে আসছে। ২০১৯ বিশ্বকাপ জয়ের দুই সপ্তাহের মধ্যে অ্যাশেজে খেলা ছিল এবং ১০ দিনের মধ্যে টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে হয়েছিল। এসব লজ্জার বিষয়।’