March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 26th, 2022, 8:11 pm

মক্কার গ্র্যান্ড মসজিদ ইমামের ১০ বছরের সাজা

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল-তালিবকে ১০ বছরের জেল দিয়েছেন দেশটির আদালত। মিডল ইস্ট মনিটরের খবরের প্রতিবেদনে এসেছে, তার আপিল খারিজ করে বিশিষ্ট ইমামকে সাজা প্রদান করেন বিশেষ আদালত। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও এ দাবি করেছে। কী কারণে তাকে সাজা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। ৪৮ বছর বয়সী আল-তালিবকে ২০১৮ সালের আগস্টে গ্রেফতার করা হয়েছিল। তখন তিনি মক্কার ইমাম ছিলেন। সৌদি বন্দিদের নিয়ে কাজ করা প্রিজনার্স অব কনসায়েন্স অ্যাকাউন্টও খবরের সত্যতা নিশ্চিত জানিয়েছে, আমরা নিশ্চিত যে আপিল আদালত ইমামের খালাসের রায় বাতিল করে ১০ বছরের কারাদ-ের আদেশ দিয়েছেন। আরও জানিয়েছে, আল-তালিব খুতবায় সৌদি যুবরাজ সালমানের ধর্মীয় সামজিক সংস্কার ইস্যুতে কথা বলা পর গ্রেফতার হয়েছিলেন। ২০১৭ সাল থেকে বেশ কয়েকজন ধর্ম প্রচারককে আটক করেছে সৌদি সরকার। অনেকে এখনও কারাগারে বন্দি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।