November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 8:11 pm

মঞ্চ রাঙানোর অপেক্ষায় বিজয়

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী। তার জায়গায় ৮ বছর পর টেস্ট প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে এনামুল হক বিজয়। রোববার অ্যান্টিগাতে ডানহাতি এই ব্যাটার দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়াতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এখন ফেরার মঞ্চ রাঙানোর অপেক্ষাতে এনামুল। অবশ্য ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেই চলমান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন। তাই সংক্ষিপ্ত ফরম্যাটের দলের সঙ্গে তার ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল। কিন্তু ইয়াসির চোটের কারণে টেস্ট থেকে ছিটকে যাওয়ায় ভাগ্য তাকে আগে ভাগেই সেখানে নিয়ে গেছে। এখন সুযোগের অপেক্ষায় দিন গুণছেন। প্রথম টেস্টে টপ অর্ডার যেভাবে ব্যর্থ হয়েছে। তাতে করে সুযোগ পেয়েও যেতে পারেন। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছেন। এখন ছন্দে থাকা এনামুল কী পারবেন দুর্দশা দূর করতে? বিসিবির দেওয়া ভিডিও বার্তায় সোমবার এনামুল বলেছেন, ‘গত রোববার দলের সঙ্গে যোগ দিয়েছি। অনেক দিন পর টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। দ্বিতীয় টেস্ট শুরু হতে আরও চার-পাঁচদিন আছে। চেষ্টা করবো ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটি খেলতে। যদি সুযোগ আসে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো। অনেক দিন পর যেহেতু আসলাম, খুবই ভালো লাগছে।’ সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটে এনামুলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। জাতীয় দল থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। কিন্তু সবশেষ মৌসুমে রানের ফোয়ারা ছুটিয়ে চারপাশের দৃশ্যপটই বদলে ফেলেন তিনি। বিসিএল, জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ মিলিয়ে ১ হাজার ৮১৪ রান করেছেন। এর মধ্যে ঢাকা লিগেই তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ১৩৮ রান! যা শুধু বাংলাদেশেই নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটেও বিশ্ব রেকর্ড। ২০১৪ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বশেষ টেস্ট খেলেছেন উইকেটকিপার ব্যাটর। দীর্ঘ ৮ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এনামুলের সুযোগ তৈরি হয়েছে। হয়তো সেটি শান্ত কিংবা মুমিনুলের জায়গাতেই। লম্বা সময় ধরে ফর্মহীনতায় থাকা এই দুই ব্যাটাদের একজনকে দেওয়া হতে পারে বিশ্রাম।