অনলাইন ডেস্ক :
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম। গতকাল বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালত সাক্ষ্য দেন তিনি। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ভোলা নাথ দত্ত বিষয়টি জানিয়েছেন। এর আগে, সাক্ষী দেওয়ার জন্য তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে উপস্থিত হন। সাক্ষী মাহবুবুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর সাক্ষী রেজাউল করিমের জবানবন্দি শেষ হলে তিনি অসুস্থ হয়ে যান। এ সময় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ১৫ নভেম্বর ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। সকাল সাড়ে ১১টার দিকে রায়ের জন্য নথি উপস্থাপন হয়। তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে উপস্থিত হন। তারা রায় হবে জানতেন না। পত্রিকায় দেখে এসেছিলেন। বাবার আংশিক সাক্ষী হয়েছিল। আর চাচার সাক্ষী হয়নি। তারা সাক্ষ্য দিতে চান। আদালত দুই জনের সাক্ষ্য গ্রহণের জন্য ৫ জানুয়ারি ধার্য করেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ