অনলাইন ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদা নদীতে পড়ে ১২ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। সোমবার (১৮ জুলাই) ধর জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি। সংবাদমাধ্যমের বরাতে জানা যায়,বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। বাসটি মহারাষ্ট্রের ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়লে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই দুর্ঘটনার কবলে পড়ে। এর পরেই প্রথমে উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেশটির জরুরি বিভাগের কর্মীরা। ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাতের সৃষ্টি হয়। এ ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং। আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২