November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 2:13 pm

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

ফাইল ছবি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে দেশটিতে কর্মরত তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহং এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে দেশটির রাজধানী বাঙ্গুই শহরে জাতিসংঘ মিশন পরিচালিত হাসপাতালে নেয়া হয়েছে।
এ নিয়ে চার বার এ ধরনের হামলার শিকার হলো দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণপশ্চিম অঞ্চলে একই ধরনের ঘটনায় তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হয়। ধারণা করা হচ্ছে তারাও পুঁতে রাখা মাইন বিস্ফোরণেই আহত হয়েছেন।
সেক্রেটারি জেনারেলের বিশেষ প্রতিনিধি ও দেশটিতে পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রধান মানকেউর এনদিয়ায়ে বৃহস্পতিবার ও শুক্রবারের ঘটনায় আহত তানজানিয়া ও বাংলাদেশের ছয় শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীর অজ্ঞাত ডিভাইস বিস্ফোরকের ব্যবহারের তীব্র নিন্দাও জানানা মিশন প্রধান।

—ইউএনবি