April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 9th, 2023, 2:26 pm

মধ্য প্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস নিচে, নিহত ২২

অনলাইন ডেস্ক :

ভারতের মধ্য প্রদেশের খারগোনে একটি সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে গিয়ে অন্তত ২২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

এনডিটিভি জানিয়েছে, ইন্দোরগামী বাসটিতে জনা পঞ্চাশেক যাত্রী ছিল; খারগোনের দাসাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারার পর রেলিং ভেঙে সেটি নিচে পড়ে যায়।

স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, বলেছেন মিশ্র।

মঙ্গলবারের এ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পৌঁছে যায় বলে পুলিশ সুপার ধরমবীর সিংয়ের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ৫০ হাজার রুপি ও সামান্য চোটপ্রাপ্তদের ২৫ হাজার রুপি সহায়তার ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশের সরকার।

আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে অন্তত তিনটি শিশু আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এর আগে সোমবার সন্ধ্যায় কেরালায় তনুর উপকূলের কাছে মালাপ্পুরমে পর্যটকবোঝাই একটি হাউসবোট উল্টে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কেরালায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে।