ময়মনসিংহের তারাকান্দায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে সহোদর ভাই ও বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা-বাবাসহ ৩ জন।
রবিবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামে মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ও ছেলে আনাছ আহনাফ (৩)। পরিবারের সবাই মাইক্রোবাসে ছিলেন।
আহত মা-বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদুল ইসলাম বলেন, রবিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে শেরপুরগামী মিথুন সুপারের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসযাত্রী বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ এবং ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত মা-বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । হতাহতদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামে। তারা শ্রীবরদী থেকে স্বপরিবারে ঢাকা যাচ্ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক