April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 8:09 pm

মরক্কোর দলে ডাক পেলেন হাকিমি

অনলাইন ডেস্ক :

ধর্ষণের অভিযোগে নাম জড়ানো সত্ত্বেও ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে না মেসি-নেইমারদের সতীর্থ আশরাফ হাকিমির। সর্বশেষ তথ্য তারই ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিল ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মরক্কোর দলে ডাক পেয়েছেন পিএসজি ডিফেন্ডার। বরং এই কঠিন মুহূর্তে জাতীয় দলের কোচ ওয়ালিদ রেগরাগিকে পাশে পাচ্ছেন তিনি। মরক্কো কোচ বলেছেন, ‘শুধু আমরা নই, মরক্কোর সবাই আশরাফ হাকিমির পাশে আছে।’ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল পর্যন্ত খেলা মরক্কো ওই টুর্নামেন্টের পর নতুন করে দল ঘোষণা করলো। গত ৩ মার্চ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফরাসি কৌঁসুলিরা। ২৪ বছর বয়সী এক নারী বলেছেন, হাকিমির বাড়িতে তিনি ধর্ষিত হয়েছেন। তবে হাকিমির আইনজীবীর দাবি ঘটনাটি মিথ্যা। ওই ঘটনার পর অবশ্য হাকিমিকে ফ্রান্স ছাড়তে অনুমতিও দেওয়া হয়েছে। গত সপ্তাহে পিএসজির হয়ে বায়ার্ন মিউনিখের মাঠে খেলেছেন চ্যাম্পিয়নস লিগ। এই অবস্থায় ঘটনা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ বলে মনে করেন রেগরাগি। মরক্কো তানজিয়েরে ব্রাজিলকে আতিথ্য দেবে ২৫ মার্চ। তার তিন দিন পর মাদ্রিদে মুখোমুখি হবে পেরুর।