May 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 3rd, 2023, 8:17 pm

মহারাষ্ট্রের হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের নানন্দনে শঙ্কারাও চাভান সরকারি হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মৃত্যু দাঁড়ালো ৩১ জনে। হঠাৎ মহারাষ্ট্রের হাসপাতালে এত মৃত্যু নিয়ে আলোচনায় দেশটির শীর্ষ মহলে। এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় শঙ্করাও চ্যাভান সরকারি হাসপাতালে ৩১ জন রোগী মারা যান। যার মধ্যে ১৬ শিশু। আরও ৭১ জন রোগীর অবস্থা আশঙ্কজনক। তারা চিকিৎসকের নিবিড় পর্যবক্ষেণে রয়েছে। কী কারণে এত মৃত্যু, তা স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে অভিযোগ রয়েছে চিকিৎসকদের অবহেলা ও জরুরি ওষুধ সংকটে এই হাল।

যদিও হাসপাতালের ডিন চিকিৎসক শ্যামরাও ওয়াকোদে বিষয়টি মানতে নারাজ। তার দাবি, সঠিক চিকিৎসা দেওয়া সত্বেও রোগীদের বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে ১২ জন ছিলেন পূর্ণবয়স্ক। তাদের বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। বেশির ভাগ রোগী সাপে কাটার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ঘটনায় খোঁজ নিতে নানেন্দ যাচ্ছেন মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ। এএনআইকে তিনি বলেছেন, আমি নান্দেদে যাচ্ছি। এমন হওয়া উচিত ছিল না। ওষুধ বা চিকিৎসকের কোনটাই ঘাটতি ছিল না। আমরা প্রতিটি মৃত্যুর তদন্ত করব; গাফিলতির প্রমাণ পেলে তার শাস্তি হবে।’