November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 9:26 pm

মহাসড়কে ট্রাক বিকল: সিরাজগঞ্জে তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ

একটি ট্রাক বিকল হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে কচ্ছপ গতিতে গাড়ি চললেও ঈদ ঘরমুখো যাত্রী দুর্ভোগের শিকার হন।

শুক্রবার দুপুরের দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র নির্দেশনায় ঈদ ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়কপথে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে শুক্রবার দুপুরে মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে পড়লে বঙ্গবন্ধু সেতু গোরচত্বর এলাকা থেকে নলকা মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশের কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটি সরিয়ে ফেলে এবং বিকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন করছে।

ঈদ উপলক্ষে জেলার মহাসড়কে যানজট নিরসনে প্রায় ৬’শ পুলিশ দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

—ইউএনবি