April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 17th, 2024, 7:38 pm

মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার চেষ্টার অভিযোগে আটক ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ৪০টি স্বর্ণের (প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের) বার ভারতে পাচার চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন- মো. জসিম উদ্দিন ও আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির।

মহেশপুর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তি মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করে।

জব্দ করা স্বর্ণের বাজারমুল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

—-ইউএনবি