অনলাইন ডেস্ক :
ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জরেকর। তার মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়েছে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, ১০ দিন আগে মুম্বাইয়ের এইচ এন রেলিয়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় মহেশ মাঞ্জরেকরকে। সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কয়েকদিন হাসপাতাল থাকার পর বাড়ি ফিরেছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই শিল্পী। কিছুদিন আগে মহেশ মাঞ্জরেকরের মূত্রাশয়ে ক্যানসার শনাক্ত হয়। এরপর চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয় বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মহেশ মাঞ্জরেকর। ‘বাস্তব’, ‘অস্তিত্ব’সহ অনেক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। এ ছাড়া বেশ কিছু মারাঠি সিনেমাও পরিচালনা করেছেন তিনি। বর্তমানে সালমান খান অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন মহেশ মাঞ্জরেকর।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ