April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 2:21 pm

মাউন্ট মঙ্গানুই টেস্ট: শান্ত-জয়ের অর্ধশতকে কড়া জবাব বাংলাদেশের

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল জয়ের অর্ধশতকে ভর করে দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে টাইগাররা।
রবিবার মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় দিন শেষে জয় ২১১ বলে ৭০ রান ও অধিনায়ক মুমিনুল হক ৮ রান করে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে স্বাগতিক কিউদের ৩৫০ রানের নিচে অলআউট করে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে জয় ও সাদমান ইসলাম ৪৩ রান যোগ করেন। পরে ৫৫ বলে ২২ রান করে আউট হন সাদমান। পরে তৃতীয় উইকেটে জয় ও শান্ত ১০৪ রান যোগ করেন। শান্ত ১০৯ বলে ৬৪ রান করে ওয়াগনারের বলে আউট হন।
পরে জয় ও মুমিনুল দু’জনে দিনের বাকি ৯ ওভার কোনো উইকেট না হারিয়ে শেষ করেন।
এর আগে প্রথম দিনে পাঁচ উইকেট তুলে নিয়ে ২৫৮ রানে স্বাগতিকদের আটকে রাখে টাইগাররা। আর দ্বিতীয় দিনে মাত্র ৭০ রানে বাকি পাঁচ উইকেটও তুলে নেয় মুমিনুল হকের দল। আর এতে ৩২৮ রানে অলআউট হয়ে যায় কিউরা।
নিউজিল্যান্ডের হয়ে ডেভন কনওয়ে সর্বোচ্চ ১২২ রান করেন। এছাড়া নিকোলাস ৭৫ রান ও উইল ইয়ং ৫২ রান করেন।
এছাড়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান। এছাড়া মুমিনুল হক দুটি ও এবাদত হোসেন একটি উইকেট নেন।

—ইউএনবি