অনলাইন ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতিতে নামা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেছেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক এই টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর নড়াইল-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচন করছেন মাশরাফি।
নড়াইল-২ আসনের বর্তমান এমপি মাশরাফি। অন্যদিকে এবারই প্রথম নির্বাচন করছেন সাকিব। তাই নতুন এই যাত্রায় ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই পাশে পাচ্ছেন সাকিব। এর আগে, কয়েক বার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন নির্বাচনের আগেই তার এলাকায় আসবেন সাবেক টাইগার অধিনায়ক। অবশেষে এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা